Site icon Jamuna Television

মৌলভীবাজারে চা শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার

মৌলভীবাজার করেসপনডেন্ট:

মৌলভীবাজার জেলার জুড়ী এলাকা থেকে চা শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা ফাঁড়ি বাগানের নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন চা শ্রমিক দিলীপ বুনারজি (৪৭) এবং তার স্ত্রী সারি বুনারজি (৩৮)। বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তাদের শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দম্পতির ঘরে আট বছরের শিশুপুত্র লিটন বুনার্জি সকালে ঘুম থেকে উঠে দেখে ঘরের মেঝেতে তার মা পড়ে আছে। ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের বাইরে গিয়ে দেখে রাস্তায় পড়ে আছে বাবার মরদেহ। এরপর প্রতিবেশীদের খবর দিলে তারা গিয়ে নিশ্চিত হন দুজনেই মারা গেছেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এই দম্পতির ৩ জন সন্তান রয়েছে। বড় ছেলে ঢাকায় কাজ করেন, মেয়ে থাকেন দাদাবাড়িতে। ছোট ছেলে লিটন মা–বাবার সঙ্গেই থাকত।

স্থানীয় শ্রমিক নেতা হরগোবিন্দ গোস্বামী জানান, শুক্রবার রাতে স্বাভাবিকভাবে খাওয়াদাওয়া করে পরিবারটি ঘুমিয়ে পড়েছিল। তাদের মধ্যে কোনও বিরোধ লক্ষ্য করা যায়নি।

জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বিষপাণ করে আত্মহত্যা করতে পারেন। তবে অন্য কেউ যদি বিষ খাওয়ায় তাহলে বিষয়টি উল্টো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সব নিশ্চিত হওয়া যাবে। ঘরের সামনে বিষের খালি বোতল পাওয়া গেছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version