Site icon Jamuna Television

গাইবান্ধায় বিএনপির দুই নেতা গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাবু ও বাদিয়াখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গোলাম রহমান সুমনকে গ্রেফতার করেছে পুলিশ ।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে গাইবান্ধা শহরের ফকির পাড়া ও সদর উপজেলার বাদিয়াখালী থেকে তাদের গ্রেফতার করা হয়।

মোশাররফ হোসেন বাবু সদর উপজেলার পলাশপাড়া এলাকার মমতাজ হকের ছেলে এবং গোলাম রহমান সুমন বাদিয়াখালী ইউনিয়নের রিফায়েত পুর গ্রামের গোলাম ওয়াদুদ বাচ্চুর ছেলে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খান মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক বাবু ও সুমনের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে। তারা দুজনেই পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলো। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সদর থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

Exit mobile version