Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে বন্যায় প্রাণহানি বেড়ে ৪৩, এখনও নিখোঁজ ২৭ শিশু

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ১৫ জনই শিশু। এখনও ২৭ শিশুর কোনও খোঁজ পাওয়া যায়নি। রোববার (৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জানা গেছে, শিশুরা কের কাউন্টিতে একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে যোগ দিতে গিয়েছিল। ক্যাম্পে থাকা ৪ শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাদের পরিবার।

কর্তৃপক্ষ জানায়, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে এখনও অভিযান চলছে। সকলকে খুঁজে না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এখন পর্যন্ত ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার সকালে হঠাৎ ভারী বৃষ্টিপাতে টেক্সাসের গুয়াদালুপ নদীর পানি ২৯ ফুট পর্যন্ত বেড়ে যায়। এতেই বন্যার কবলে পড়ে আশেপাশের এলাকাগুলো। আবহাওয়া অধিদফতর জানায়, একদিনে ওই এলাকায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা পুরো বছরের অর্ধেকের সমান।

/আরএইচ

Exit mobile version