Site icon Jamuna Television

খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত

রাজধানীর খিলক্ষেতের কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুইজন পরিছন্নতা কর্মী নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) ভোর পাঁচটার দিকে লা মেরিডিয়ান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পরিচ্ছন্নতাকর্মী আশরাফ আলি ও নিহার।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান জানান, মূল সড়কের পাশেই রাস্তা পরিচ্ছন্নতার কাজে ছিলেন তারা। একপর্যায়ে একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। মরদেহ সুরতহালের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে।

/আরএইচ

Exit mobile version