Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রবল বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০

যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রবল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে, যাদের মধ্যে ১৫ জনই শিশু। এখনও সন্ধান মেলেনি নিখোঁজ ২৭ মেয়ে শিশুর। কের কাউন্টিতে একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে যোগ দিয়েছিলো তারা।

আটকে পড়া উদ্ধারে চলছে জরুরি বিভাগের অভিযান। ক্যাম্পে যোগ দেয়া ৪ শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাদের পরিবার। প্রশাসন জানায়, এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে সাড়ে ৮শ’ মানুষকে।

ঘরবাড়ি ছেড়েছেন হাজার হাজার বাসিন্দা। স্থানীয় সময় শুক্রবার (৪ জুলাই) সকালে, হঠাৎই ভারি বৃষ্টিপাত শুরু হয়। স্বাভাবিক উচ্চতা থেকে ২৯ ফুট পর্যন্ত বেড়ে যায় গুয়াদালুপ নদীর পানি। এতেই বন্যায় ভাসে আশপাশের এলাকাগুলো।

সূত্র: সিএনএন নিউজ।

/এআই

Exit mobile version