Site icon Jamuna Television

পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল

পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল চলছে। এদিন সবচেয়ে বড় মিছিলটি শুরু হয় পুরান ঢাকার হোসেনী দালান এলাকা থেকে। রোববার (৬ জুলাই) সকাল ১০টার দিকে ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল শুরু হয়।

এতে শোকের নানা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন শিয়া সম্প্রদায়ের মুসলমানরা। মিছিলটি পুরান ঢাকা থেকে শুরু হয়ে আজিমপুর, নিউমার্কেট, সাইন্সল্যাব হয়ে মোহাম্মদপুরে গিয়ে শেষ হয়। একইসময়ে মোহাম্মদপুর থেকেও একই ধরনের একটি মিছিল বের হয়।

মিছিলে থেকে শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানানো হয়। একইসাথে ইমাম হোসাইন, ইমাম হাসানের শিক্ষা ধারণের মাধ্যমে অন্যায়-অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানও আসে।

উল্লেখ্য, ১০ মহররম কারবালার প্রান্তরে এজিদ বাহিনীর সাথে লড়াইয়ে শাহাদাত বরণ করেন শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)- এর নাতি ইমাম হোসাইন। একইদিন, ষড়যন্ত্রের মাধ্যমে বিষপ্রয়োগে হত্যা করা হয় হাসান (রা.)- কে।

/এমএইচ

Exit mobile version