Site icon Jamuna Television

রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। রোববার (৬ জুলাই) ছুটির দিনেও হাসপাতগুলোর জরুরি বিভাগে ছিল বেশ ভিড়।

সরেজমিন দেখা গেছে, সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি আছে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে। অনেক রোগী আসছে ঢাকার বাইরে থেকেও। আক্রান্তদের বড় অংশই তরুণ। জ্বর, মাথা ব্যথা, বমির লক্ষণ নিয়ে আসা রোগী বেশি।

চিকিৎসকরা বলছেন, দেরিতে হাসপাতালে আসা রোগীরা পড়ছেন মারাত্মক জটিলতায়। এজন্য জ্বর দেখা দিলেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের।

/এমএইচ

Exit mobile version