Site icon Jamuna Television

বাঁচতে চায় ঢাবি শিক্ষার্থী মুন্নাছ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১০১তম ব্যাচের শিক্ষার্থী মো. মুন্নাছ আলী বাঁচতে চায়। দুরারোগ্য ব্যাধি লিউকেমিয়াতে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তিনি।

মুন্নাছ গত প্রায় ৬ মাস যাবত ভারতের চেন্নাইতে চিকিৎসা নিচ্ছে এবং বর্তমানে সেখানেই আছে। ঢাবির প্রাক্তন-বর্তমান শিক্ষক-শিক্ষার্থী সবার সহযোগিতায় চিকিৎসার প্রায় পুরো টাকা যোগাড় হয়ে গিয়েছিল। প্রায় ৩০টি কেমোথেরাপির পর তার শারীরিক অবস্থা অনেকটাই ভালোর দিকে এসেছিল। মাত্র একটা কেমোথেরাপি বাকি ছিল, যা আগামী মাসে হওয়ার কথা ছিল। অল্প সময়ের ব্যবধানে কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়ায় তার নাক ও মাথার খুলির মাঝের হাড় ক্ষয় হয়। ফলে কিছুদিন ধরে ডান চোখে কিছুই দেখতে পাচ্ছেন না তিনি। বাম চোখেরও দৃষ্টি কমে গিয়েছে। এখন তার কথা বলতেও কষ্ট হয়।

মুন্নাছকে ২১ দিনের অ্যান্টিবায়োটিক দিয়েছেন চিকিৎসক। এতেও সুস্থ না হলে তার সার্জারি লাগবে। ডাক্তার এই মুহূর্তে ওকে হাসপাতালে ভর্তি হতে বলেছে, কিন্তু টাকার অভাবে ও বাসাতেই চিকিৎসা নিচ্ছে। অ্যান্টিবায়োটিক, সার্জারি-দুটো মিলিয়ে আরো প্রায় ৮-৯ লাখ টাকা দরকার।

সাহায্যের জন্য:

০১৮৮৪৬৫৪৪১৮ (বিকাশ/নগদ)

রেফারেন্স: ফর মুন্নাছ

ওয়ান ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: ১০৬২৪৬০০০০৫৯
অ্যাকাউন্ট নেম: Md. Munnas Ali
রাউটিং নম্বর
১৬৫২৬১৩৪২

ব্রাঞ্চ : গুলশান ইসলামী ব্যাংক ব্রাঞ্চ

Exit mobile version