Site icon Jamuna Television

ক্যামেরার চোখে টেক্সাসে বন্যার ভয়াবহতা

টেক্সাসের মধ্যাঞ্চলে টানা প্রবল বৃষ্টিপাতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে আরও অনেকে।

গুয়াদালুপ নদীর তীরে অবস্থিত একটি বেসরকারি খ্রিস্টান গ্রীষ্মকালীন শিবির ‘ক্যাম্প মিস্টিক’-এ থাকা ২০ জনের বেশি কিশোরী নিখোঁজ রয়েছে। সেখানে মাত্র দুই ঘণ্টার মধ্যে পানি ২০ ফুটের বেশি বেড়ে যায়। এখন পর্যন্ত চারজন কিশোরীর মৃত্যুর বিষয়টি তাদের পরিবার নিশ্চিত করেছে বলে জানিয়েছে সিএনএন

অঞ্চলজুড়ে উদ্ধার তৎপরতা চলছে। হেলিকপ্টার ব্যবহার করে শত শত মানুষকে উদ্ধার বা সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

ছবিতে একনজরে দেখে নেবো দুর্যোগের ভয়াবহতা।

টেক্সাসে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এক ঘরের দৃশ্য
গুয়াদালুপ নদীর তীরে বন্যার পানির তোড়ে ট্রাক ভেসে গিয়ে আটকে আছে গাছের সাথে
বন্যায় ক্ষতির চিহ্ন টেক্সাসের বিভিন্ন জায়গায়
বানের পানির তোড়ে টেক্সাসের বিভিন্ন স্থান এখন ধ্বংসস্তুপ
পানিতে তলিয়ে টেক্সাসের সান অ্যাঞ্জেলো এলাকা
ছবিই বলে দিচ্ছে দুর্যোগের ভয়াবহতা
গুয়াদালুপ নদীর পানিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এক নারী

ছবি সূত্র: সিএনএন

/এমএমএইচ

Exit mobile version