Site icon Jamuna Television

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের আপত্তি নেই: নায়েবে আমির

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন, দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার (৬ জুলাই) রাজধানীর গুলশানে ফাউন্ডেশন ফর স্ট্র‍্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (এফ এস ডি এস) আয়োজিত জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক জাতীয় সংলাপে এ কথা বলেন তিনি।

এসময়, নায়েবে আমির আরও বলেন, নির্বাচিত সরকার দেশের অনেক সমস্যাই দূর করতে পারে। আর সেই লক্ষ্যে পূর্বের ন্যায় কোনো যেনতেন নির্বাচন চায় না জামায়াত।

তিনি বলেন, যেনতেন নির্বাচন চাই না বলতে নির্বাচন চাই না বিষয়টা এমন নয়। এটা নিয়ে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে, সন্দেহ তৈরি করা হচ্ছে। আর যেনতেন নির্বাচন যদি কেউ চান, আমরা তাদেরও চাই না। কারণ এমন নির্বাচন যারা করেছিল তাদের আমরা বিতাড়িত করেছি।

এসময় একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা প্রয়োজন বলে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির।

তিনি আরও বলেন, আমাদের মাঝে মতানৈক্য থাকবেই। আমরা ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচনের বদলে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই এটা আমাদের দলীয় এজেন্ডা। এর মানে নির্বাচন বানচাল নয়।

এসময়, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশে এখন যেই নিরাপত্তা ঝুঁকি রয়েছে তা থেকে বেরিয়ে আসতে সবচেয়ে জরুরি জাতীয় নির্বাচন ও নির্বাচিত সরকার। গণ অধিকার পরিসদের সভাপতি নুরুল হক নুর বলেন, সংস্কার না করে তড়িঘড়ি করে নির্বাচনে গেলে আবারও গণঅভ্যুত্থান ঘটতে পারে।

সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছাড়াও নিরাপত্তা বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

/এটিএম

Exit mobile version