Site icon Jamuna Television

ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় আসার আহ্বান ড. ইউনূসের

মুসলিম বিশ্বকে সহায়তার জন্য আরও বেশি করে সামাজিক ব্যবসা কার্যক্রমে যোগ দিতে ইসলামি এনজিওগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৬ জুলাই) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় মুসলিম বিশ্বের বিভিন্ন এনজিও নেতাদের একটি দলের সঙ্গে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা আমাদের কর্মক্ষেত্রে নারীদের উন্নয়ন ও স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দেই। যারা দরিদ্র, তাদের স্বাস্থ্যের সমস্যা বেশি থাকে। আমরা স্বাস্থ্যসেবাকে দরিদ্রদের সহায়তার একটি মাধ্যম হিসেবে দেখেছি। এ সহায়তা কার্যকরভাবে চালিয়ে নেয়ার একটি ভালো উপায় হচ্ছে সামাজিক ব্যবসা।

এ সময় তিনি বিশ্বজুড়ে তরুণদের সামাজিক ব্যবসা গ্রহণ এবং উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত করেন।

সভায় উপস্থিত এনজিও নেতারা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে অধ্যাপক ড. ইউনূস সামাজিক ব্যবসার প্রচারণা চালিয়েছেন। এনজিও নেতারা আরও বলেন, তাদের নিজ নিজ দেশে একই ধরণের উদ্যোগ গ্রহণে উৎসাহিত করেছেন ড. ইউনূস।

/এএম

Exit mobile version