Site icon Jamuna Television

টেক্সাসের প্রবল বন্যায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়েই চলেছে। রোববার (৬ জুলাই) পর্যন্ত ৮২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ ৪১ জন। খবর, সিএনএন’র।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত কের কাউন্টিতে মৃত্যু হয়েছে ৬৮ জনের। এদের মধ্যে ২৮ জনই শিশু। অন্যান্য কাউন্টিতে প্রাণ গেছে আরও ১৪ জনের।

গ্রীষ্মকালীন ক্যাম্পে গিয়ে নিখোঁজ শিশুদের আরও কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও সন্ধান মেলেনি ১০ শিশুর। চলছে তল্লাশি অভিযান। বন্যায় অঙ্গরাজ্যটির ট্রাভিসে ৬ জনসহ আরও চারটি কাউন্টিতেও হয়েছে প্রাণহানি।

মার্কিন আবহাওয়া বিভাগ জানিয়েছে, টেক্সাসের মধ্যাঞ্চলে আরও দু’দিন থাকতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া। শুক্রবার দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

উল্লেখ্য, শুক্রবার ভোর থেকে টানা বৃষ্টি শুরু হয় টেক্সাসে। গুয়াদালুপ নদীর পানির উচ্চতা বেড়ে তৈরি হয় ভয়াবহ বন্যা পরিস্থিতি।

Exit mobile version