Site icon Jamuna Television

ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও তার স্ত্রী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মতিয়ার রহমান ও তার স্ত্রীকে নাশকতার মামলায় ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার ভোররাতে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ও জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা জানান, মতিয়ার রহমানের বিরুদ্ধে মহেশপুর সহ বিভিন্ন থানায় পুলিশের উপর হামলার পরিকল্পনা ও আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে বোমা হামলা সহ ২৭ টি মামলা রয়েছে। এসব মামলার কারনে আজ ভোরে ঢাকা থেকে তাকে ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ২ টি ল্যাপটপ ও ৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মতিয়ার রহমানের স্ত্রীর বিরুদ্ধেও থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ঢাকার কোন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে সেটি জানাননি পুলিশ কর্মকর্তারা।

Exit mobile version