
ভারত-ইংল্যান্ড এজবাস্টন টেস্টে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। অসাধারণ আম্পায়ারিংয়ে রীতিমতো প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশি এই আম্পায়ার। ম্যাচে তার সিদ্ধান্তের বিপক্ষে নেয়া ১০টি রিভিউয়ের ৮টিই ব্যর্থ হয়েছে। এমন দুর্দান্ত আম্পায়ারিংয়ের ফলে সৈকতকে প্রশংসায় ভাসিয়েছেন ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) হার্শা লেখেন, এই ম্যাচে আম্পায়ারিং দুর্দান্ত হয়েছে। আপনি ক্রিস গ্যাফেনির কাছ থেকে স্ট্যান্ডার্ড আম্পায়ারিং প্রত্যাশা করবেন তবে শরফুদ্দৌলা সৈকত ছিলেন দুর্দান্ত।
The umpiring in this match has been outstanding. You expect a certain standard from Chris Gaffaney but Sharfudulla Saikat has been excellent.
— Harsha Bhogle (@bhogleharsha) July 6, 2025
টেস্টের পঞ্চম দিনে লাঞ্চের আগমুহূর্তে বেন স্টোকসের আউটের ক্ষেত্রে যে দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন সৈকত, সেটি ছিল আসলেই দুর্দান্ত। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪১তম ওভারের তৃতীয় বলে স্টোকসের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন ওয়াশিংটন সুন্দর। স্টোকসের প্যাডে নাকি ব্যাটে আগে বল লেগেছে, সেটা খালি চোখে বোঝা যাচ্ছিল না।
বোলার ওয়াশিংটনের আবেদন শোনা মাত্রই আউট ঘোষণা করেন সৈকত। স্টোকস রিভিউ নিলে দেখা যায় সৈকতই সঠিক ছিলেন। এমনকি ইংল্যান্ডের অধিনায়কের রিভিউও নষ্ট হয়েছে। এমন সুক্ষ্ম সিদ্ধান্ত দেয়ায় ক্রিকেট ভক্ত থেকে শুরু করে ক্রীড়াপ্রেমী নেটিজেনরাও প্রশংসায় মেতেছেন সৈকতের।
উল্লেখ্য, আইসিসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত। এর আগেও আন্তর্জাতিক স্তরে ম্যাচ পরিচালনায় মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন তিনি।
/এমএইচআর



Leave a reply