Site icon Jamuna Television

ক্যান্সারে মারা যাননি নোবেল জয়ী কবি পাবলো নেরুদা

ক্যান্সারে মারা যাননি সাহিত্যে নোবেল জয়ী চিলির কবি পাবলো নেরুদা। এমন দাবি ফরেনসিক বিশেষজ্ঞদের। মৃত্যুর রহস্য উন্মোচনে গঠিত বিশেষজ্ঞ কমিটি বলছে, বিশেষ এক ধরণের ব্যাকটেরিয়ার সাহায্যে নেরুদার মৃত্যু ঘটানো হয়েছে। শুক্রবার চিলির রাজধানী সান্টিয়াগোতে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিজ্ঞানীরা।

নেরুদার সাবেক গাড়ি চালক  মি. আরইয়া বলেন, নেরুদাকে হত্যা করা হয়েছে, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত এ ধারণা পরিবর্তন করবো না। তারা চেয়েছিলো নেরুদা দেশে থাকুক এবং তাকে হত্যা করে।

বামপন্থী ঘরানার কবি ও রাজনীতিবিদ নেরুদার মৃত্যু হয় ১৯৭৩ সালে। দেশটিতে অগাস্তো পিনোশের সামরিক অভ্যুত্থানের সময়ই মারা যান নোবেল জয়ী এ সাহিত্যিক। অবশ্য শুরু থেকে মৃত্যুকে হত্যাকাণ্ড বলেই অভিযোগ উঠে। মৃত্যু রহস্য উন্মোচনে ২০১৩ সালে মৃত্যুর ৪০ বছর পর কবর থেকে তোলা হয় নেরুদার মরদেহ। যদিও তখনও কোন বিষাক্ত উপাদানের অস্তিত্ব মেলেনি তার দেহে। গেল বছরই নেরুদাকে পুনরায় সমাহিত করা হয়।

টিবিজেড/

Exit mobile version