Site icon Jamuna Television

রাজধানীতে ট্রাক চাপায় নিহত ২

রাজধানীর রায়েরবাগে ট্রাক চাপায় প্রাণ হারিয়েছে দু’জন। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল জলিল জানান, নিহতরা দু’জনই শ্রমিক।

তিনি জানান, নিহতরা হলেন ৪২ বছর বয়সী হারুন অর রশিদ ও ৩২ বছর বয়সী আবুল বাশার। বুধবার জিয়া সরণি রোডে ভোর সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক থেকে ইট নামাচ্ছিলেন শ্রমিকরা। এসময় পেছন থেকে আরেকটি ট্রাক এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান হারুন। আহত অবস্থায় শ্রমিক বাশারকে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

Exit mobile version