Site icon Jamuna Television

অভিযানেও সুফল নেই চালের বাজারে

ভরা মৌসুমেও অস্থির চালের বাজার। সব ধরবের চালের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ৭টাকা। অভিযান চালিয়েও তেমন সুফল মিলছে না। দোকানিদের অভিযোগ, মিল মালিক আর গুটি কয়েক কর্পোরেট ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছে। সিন্ডিকেট ভাঙতে চাল আমদানির পরামর্শ হিলিবন্দরের ব্যবসায়ীদের।

৫০ টাকা দরের মোটা চাল বিক্রি হচ্ছে ৫৬ টাকায়। আর সরু চল বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। দোকানিদের অভিযোগ, মিল মালিক আর গুটি কয়েক কর্পোরেট ব্যবসায়ী সিন্ডিকেট বাড়াচ্ছে দাম। বাজারে প্রশানের নজরদারি বাড়লেও মিলছে না সুফল।

আমদানিকারকরা বলছেন, চাল আমদানি শুরু হলে দাম কেজি প্রতি ৫ থেকে ৮ টাকা কমতে পারে। তাদের অভিযোগ, আমদানি বন্ধ থাকার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। আমদানি করা চাল প্রতি কেজি স্বর্ণা ৫০ থেকে ৫১ টাকা এবং সরু জাতের সম্পা চাল ৭০ থেকে ৭২ টাকায় বিক্রি করা যাবে।

সবশেষ গত ১৫ মার্চ পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি হয়।

/এটিএম

Exit mobile version