Site icon Jamuna Television

’নির্বাচন কমিশন প্রকাশ্যে ঐক্যফ্রন্ট নেতাদের সাথে খারাপ ব্যবহার করছে’

বিএনপিকে জড়িয়ে বিভ্রান্তি ছড়াতে ও কল্পকাহিনী রচনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে আওয়ামী লীগ। পল্টনের দলীয় কার্যালয়ে আজ দুপুরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি অভিযোগ করেন, চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে নানাভাবে অন্যায়-জুলুম করা হচ্ছে। স্বজনদের সাথেও দেখা করতে দিচ্ছে না সরকার।

রিজভী বলেন, সরকারদলীয় প্রার্থীদের পক্ষে ন্যাক্কারজনক দাসত্ব করছে আইনশৃঙ্খলা বাহিনী। বেশিরভাগ জায়গায় পুলিশের উপস্থিতিতে সহিংসতা হচ্ছে। নির্বাচন কমিশন প্রকাশ্যে ঐক্যফ্রন্টের নেতাদের সাথে খারাপ ব্যবহার করছে বলেও দাবি করেন রিজভী।

Exit mobile version