Site icon Jamuna Television

৫ আগস্ট সফল না হলে হয়তো ভিন্ন বাংলাদেশ দেখতে হতো: আসিফ

জুলাই গণঅভ্যুত্থানের ৫ আগস্টের দিন চানখারপুলে ঘটে যাওয়া ঘটনার স্মৃতিচারণা করলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, সেদিন আমরা ওখানেই ছিলাম। আনাচ-জুনায়েদরা এখানেই শহীদ হন। এদিন সফল না হলে হয়তো ভিন্ন বাংলাদেশ দেখতে হতো। ওই দিনের পর আমাদের আরও অনেকের শহীদ হতে হতো। তবে আনাচ-জুনায়েদরা ব্যর্থ হতে দেয়নি। চূড়ান্ত সফলতার জন্য তাদের মতো শত শত মানুষ জীবন দিয়েছেন।

আজ সোমবার (৭ জুলাই) গেন্ডারিয়ায় অভ্যুত্থানের শহীদ আনাসের নামে সড়ক ও শহীদ মেহেদী হাসান জুনায়েদের নামে স্মৃতি ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ বলেন, জুলাই শহীদরা যেমন বাংলাদেশ চেয়েছিল, কাঠামোগত সংস্কারের মাধ্যমে তেমন বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। আগামীর বাংলাদেশে যেন আর কাউকে এভাবে জীবন দিতে না হয়।

তিনি আরও বলেন, বিচার নিশ্চিত করা থেকে শুরু করে কাঠামোগত সংস্কারের মাধ্যমে সেই রকম একটা বাংলাদেশ গড়ার লড়াই চালিয়ে যেতে হবে। এই লড়াইয়ে আনাচ, জুনায়েদ, আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমদের কথা স্মরণ করে দেশবাসী সফর হতে পারি।

/এসআইএন

Exit mobile version