Site icon Jamuna Television

জুলাইকে ভুলিয়ে দিতে চাইলে নব্য মিরজাফর হিসেবে চিহ্নিত হবে: চিফ প্রসিকিউটর

জুলাইকে যারা ভুলিয়ে দেয়ার চেষ্টা করবে, তারা ইতিহাসে নব্য মিরজাফর হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

আজ সোমবার (৭ জুলাই) গেন্ডারিয়ায় অভ্যুত্থানের শহীদ আনাসের নামে সড়ক ও শহীদ মেহেদী হাসান জুনায়েদের নামে স্মৃতি ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, জুলাইয়ের স্বপ্ন কোনোদিন ব্যর্থ হতে দেয়া যাবে না। এমন সুযোগ শতাব্দীতে একবারই আসে। জুলাই শহীদরা জীবন দেয়ার জন্য এগিয়ে না আসলে এই অন্ধকার সময় এক শতাব্দীতেও কাটতে পারতো না। তারা আমাদের জাতির সর্বোত্তম সম্পদ। তাদের প্রতি জাতির কৃতজ্ঞতা মনে রাখতে হবে।

তিনি আরও বলেন, অপরাধীদের বিচারের মুখোমুখি করা হয়েছে। বিশেষ করে চানখারপুলে ৫ আগস্ট যে ৬ জনকে হত্যা করা হয়েছিল, তাদের বিচারের চার্জ গঠনের আদেশ হবে আগামী ১৪ জুলাই। এরপর ৫ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরু হবে। যারা নির্বিচারে পাখির মতো মানুষ মেরেছে, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে এবং বিচার দৃষ্টান্তমূলক হবে।

/এসআইএন

Exit mobile version