জার্মানির চ্যালেঞ্জ রথ-২০২৫ এ অংশ নিয়ে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করে ইতিহাস গড়েছেন বাংলাদেশের দ্রুততম আয়রনম্যান মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত। ট্রায়াথলনটি শেষ করতে তার সময় লেগেছে ১০ ঘণ্টা ২৫ মিনিট ৫৯ সেকেন্ড।
এই রেসে ছিল ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং ৪২ দশমিক ২ কিলোমিটার রানিং। যেখানে আরাফাত তার সাঁতার শেষ করেছেন ১ ঘণ্টা ১১ মিনিট ৩৭ সেকেন্ডে। সাইক্লিংয়ে তার সময় লেগেছে ৫ ঘণ্টা ৩৯ মিনিট ৪৭ সেকেন্ড। আর দৌঁড় শেষ করেছেন ৩ ঘণ্টা ২৭ মিনিট ৩২ সেকেন্ডে।
এর আগের রেকর্ডটিও ছিল আরাফাতের দখলেই। সেবার তার ট্রায়াথলন সম্পন্ন করতে সময় লেগেছিলো ১০ ঘণ্টা ৩১ মিনিট ৩২ সেকেন্ড।
আরাফাতের সাথে অংশ নিয়ে রেস সম্পন্ন করেছেন জার্মান প্রবাসী বাংলাদেশি অ্যাথলেট সুমিত পল।
পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এই ট্রায়াথলন রেসের এবারের আসরে ১০৮টি দেশ থেকে অংশ নিয়েছিলেন ৩ হাজার ৫০০ অ্যাথলেট।
এর আগে, এপ্রিলে যুক্তরাষ্ট্রের বোস্টনে বিশ্বের প্রাচীনতম ম্যারাথনে অংশ নিয়ে সফল হন বাংলাদেশের এই আয়রনম্যান। সেই প্রতিযোগিতায় ১২৮টি দেশের ৩২ হাজার অ্যাথলেট অংশ নেন।
/এএম

