নারী ফুটবল দলকে অর্ধকোটি টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

|

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করায় নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বাংলাদেশের ফুটবলে প্রথম বারের মতো এশিয়ান কাপের মত বড় মঞ্চে নাম লিখিয়েছে বাংলাদেশের বাঘিনীরা। বাঘিনীদের হুংকার শুনবে এবার আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপের ২১ তম আসর।

মোট বার দল নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এখন পর্যন্ত ১১ টি দল টিকিট কেটেছে এই টুর্নামেন্টে। বড় টুর্নামেন্টে যাওয়ার আগে শক্তি শালী দলগুলোর সাথে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের পরখ করে নিতে চায় বাংলার বাঘিনীরা।

এর আগে, গত বছর ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর দিন বাফুফে ভবনে উপদেষ্টা এক কোটি পুরস্কার ঘোষণা করেন। এক সপ্তাহের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ ফুটবলারদের সেই অর্থ প্রদান করে।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply