Site icon Jamuna Television

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আন্দোলন স্থগিত

চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যদের কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। তারা জানিয়েছেন, অনেকে আহত হওয়ায় এবং তৃণমূলের সদস্যদের একত্রিত করার লক্ষ্যে আপাতত সাবেক বিডিআর সদস্যদের কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।

এদিকে, সোমবার (৭ জুলাই) আন্দোলন থেকে আটককৃত ১২ জনকে ছেড়ে দেয়া হয়েছে।

সকালে তিন দফা দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে পদযাত্রা করলে আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে পড়েন।

এ সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। তখন পুলিশ সদস্যসহ কয়েকজন আন্দোলনকারীও আহত হয়েছেন পরে মৎস্য ভবন মোড়, কাকরাইল ও আশপাশে ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা।

ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম জানিয়েছেন, বারবার সময় দেয়া হলেও তারা সড়ক ছেড়ে যায়নি। তাই কিছুটা বলপ্রয়োগ করে আন্দোলনকারীদের সরিয়ে দেয়া হয়।

/এমএন

Exit mobile version