Site icon Jamuna Television

ট্রাম্পকে নোবেল পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে জন্য মনোনয়ন দিতে সুপারিশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প যেন এই পুরষ্কার পায় সেজন্য নোবেল কমিটির কাছে চিঠিও দিয়েছেন তিনি। খবর টাইমস অব ইসরায়েল’র।

সোমবার (৭ জুলাই) ওয়াশিংটনে নৈশভোজের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টের কাছে নোবেল মনোনয়ন পত্রটি তুলে দেন বেনিয়ামিন নেতানিয়াহু।

এ সময় ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, তিনি (ডোনাল্ড ট্রাম্প) আমাদের কথায় একের পর এক দেশে, একের পর এক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছেন।আমি আপনার কাছে, নোবেল পুরস্কার কমিটিকে পাঠানো আমার চিঠিটি উপস্থাপন করতে চাই। এটি আপনাকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে, যা যথেষ্ট প্রাপ্য।

মনোনয়নপত্র পাওয়ার পর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, আপনাকে অনেক ধন্যবাদ। এটি আমি জানতাম না – বাহ, আপনাকে অনেক ধন্যবাদ। এটি খুবই অর্থবহ।

এর আগে জুনে ইরান ও ইসরাইলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য ‘আনুষ্ঠানিক মনোনয়ন’ দিতে নোবেল কমিটিকে চিঠি দিয়েছেন বাডি কার্টার নামে মার্কিন এক কংগ্রেস সদস্য।

/এএস

Exit mobile version