Site icon Jamuna Television

যাত্রাবাড়ীতে দম্পতিকে মারধর করে ডাকাতি, স্বামীর মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় গ্রিল কেটে বাসায় ঢুকে এক ব্যক্তিকে মারধর করে হত্যা এবং তার স্ত্রীকে গুরুতর আহত করে টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির নাম ইসমাইল খান।

এ ঘটনায় ইসমাইলের স্ত্রী সালেহা বেগম গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

পুলিশ ও স্বজনরা জানান, মঙ্গলবার (৮ জুলাই) ভোর আনুমানিক চারটার দিকে এ ঘটনা ঘটেছে বলে স্বজনেরা জানিয়েছেন। ইসমাইলকে মারধর এবং শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর স্ত্রী সালেহা বেগমকে ছুরিকাঘাত করা হয়েছে। সকাল ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় ইসমাইল ও সালেহা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। পরীক্ষা করে ইসমাইলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাঁর স্ত্রী সালেহা বেগম এখন চিকিৎসাধীন।

যাত্রাবাড়ী থানার ওসি বলেন, এই দম্পতি বিবিরবাগিচা এলাকার একটি চারতলা বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন। আজ ভোরে গ্রিল কেটে কে বা কারা বাসায় ঢুকে তাঁদের একজনকে হত্যা করে এবং অন্যজনকে গুরুতর আহত করে।

/এএস

Exit mobile version