Site icon Jamuna Television

৩ নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকরা আগামীবার সুযোগ পাচ্ছেন না

যে সকল বিদেশি পর্যবেক্ষক গত তিনটি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ বলে বৈধতা দিয়েছেন তাদের আগামী নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছৈন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিৎ সিংয়ের সঙ্গে মঙ্গলবার (৮ জুলাই) নির্বাচন ভবনে বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সিইসি জানিয়েছেন, ভোটের দিন এখনও নির্ধারণ হয়নি, যেদিন নির্ধারণ হবে সময়সীমা ধরে তার দুই মাস আগে সবাইকে জানিয়ে দেয়া হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কমিশন কানাডার সহায়তা চেয়েছে বলেও এ সময় উল্লেখ করেন এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, দুর্গম এলাকায় ভোটের প্রচার, নারী ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি, নির্বাচন সংশ্লিষ্টদের ট্রেনিংসহ বিভিন্ন বিষয়ে সহায়তা দেয়া নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে, সকালে সিইসির সঙ্গে বৈঠক করতে নির্বাচন ভবনে যান কানাডিয়ান হাইকমিশনারসহ দুই সদস্যের প্রতিনিধি দল।

/এমএন

Exit mobile version