Site icon Jamuna Television

জামায়াতের ২৫ নেতার নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

জামায়াতে ইসলামীর ২৫ জন নেতার নির্বাচনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
বুধবার সকালে বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে এ আবেদনটি উপস্থাপন করেন ব্যারিস্টার তানিয়া আমীর।

আদালত আগামীকাল আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।

রিটে নিষেধাজ্ঞার আবেদনের পাশাপাশি ‘ধানের শীষ’ প্রতীকে ২৫ জামায়াত নেতার নির্বাচন বৈধ বলে নির্বাচন কমিশন যে চিঠি পাঠিয়েছে তার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়।

এছাড়া রুলটি নিষ্পত্তি না হওয়া জামায়াত নেতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার আবেদনও করা হয়। গত সোমবার তাদের ভোটে দাঁড়ানোর বৈধতা দেয় নির্বাচন কমিশন।

Exit mobile version