কোয়ার্টার ফাইনালে জকোভিচ-সিনার

|

উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ। অ্যালেক্স ডি মিনাউরের বিপক্ষে ৩-১ সেটের জয় পেয়েছেন এই সার্বিয়ান সুপার স্টার। অন্যদিকে, শেষ ষোলোয় গ্রিগর দিমিত্রভ চোট পেয়ে কোর্ট ছাড়ায় কোয়ার্টার ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই ইয়ানিক সিনার।

চতুর্থ রাউন্ডের খেলায় জকোভিচের প্রতিপক্ষ ছিলেন অস্ট্রেলিয়ান তারকা অ্যালেক্স ডি মিনাউর। প্রথম সেটেই জকোকে হারিয়ে অঘটনের আভাস দেন মিনাউর। প্রথম সেট ১-৬ গেমে হেরে চাপে পড়েন জকোভিচ। তবে দ্বিতীয় সেট থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ান এই সার্বিয়ান। পরের তিন সেটেই তুলে নেন সমান ৬-৪ গেমের জয়। যার ফলে ১৬তম বার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠলেন এই সার্বিয়ান।

এই ম্যাচটি দেখতে গ্যালারিতে ছিলেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। গ্যালারিতে এই সাবেক সুইস তারকার উপস্থিতিতে প্রথমবার জয় পেলেন নোভাক জকোভিচ। কোয়ার্টার ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ ইতালির ২২তম বাছাই ফ্লাভিও কোবোল্লি।

এদিকে, রাতে শেষ ষোলোয় ১৯তম বাছাই দিমিত্রভের মুখোমুখি হন ইয়ানিক সিনার। বুলগেরিয়ান দিমিত্রভের কাছে প্রথম দুই সেট হেরে (৩-৬, ৫-৭) পরাজয়ের শঙ্কাও জাগে ইতালিয়ান খেলোয়াড়ের। তৃতীয় সেটে ২-২ এ থাকতে বুকের ওপরে মাংসপেশিতে চোট পেয়ে কোর্টেই পড়ে যান দিমিত্রভ। শেষ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া দিমিত্রভের পক্ষে সম্ভব হয়নি।

এর ফলে ভাগ্য বাঁচিয়ে দিলো ইয়ানিক সিনারকে, উঠে গেলেন উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে। সিনার শেষ আটে উঠলেও এই ম্যাচ জিতেছেন বলে মনে করেন না তিনি।

কোর্টে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেন, এটাকে (বন্ধু দিমিত্রভের চোট পেয়ে বিদায়) আমি জয় বলে মনে করি না। আমাদের সবার জন্যই এটা দুর্ভাগ্যজনক এক মুহূর্ত।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply