Site icon Jamuna Television

আহত গয়েশ্বরকে দেখতে গেলেন বিপু

হামলায় আহত ঢাকা-৩ আসনের বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের সাথে দেখা করে তার শারিরীক অবস্থার খোঁজ খবর নিয়েছেন একই আসনের আওয়ামী লীগ প্রার্থী নসরুল হামিদ বিপু।

বুধবার সকাল সোয়া ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে গয়েশ্বর চন্দ্র রায়ের অফিসে যান নসরুল হামিদ বিপু। গয়েশ্বর চন্দ্র রায়কে তিনি বলেন, এ ধরণের ঘটনা কাম্য নয়। হামলার ঘটনায় তিনি মর্মাহত বলেও জানান গয়েশ্বর চন্দ্র রায়কে।

গতকাল সন্ধ্যায় গণসংযোগকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার ঘটনা ঘটে। রাজধানীর কেরানীগঞ্জের চুনকুটিয়ার চৌরাস্তায় তার ওপর হামলা হয়। এসময় গয়েশ্বরের মাথা ফেটে যায় বলে তার ছেলে জানিয়েছেন।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, প্রচারণাকালে তার ওপর লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালায়। এতে প্রার্থী গয়েশ্বর চন্দ্রসহ কর্মী-সমর্থকরা আহত হয়েছেন। পরে আহতাবস্থায় তাকে রাজধানীর বিজয়নগরে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।

Exit mobile version