Site icon Jamuna Television

ডেল্টা হাসপাতালের সাবেক পরিচালক রাশেদা ইসলাম মারা গেছেন

ডেল্টা হাসপাতাল লিমিটেডের সাবেক পরিচালক রাশেদা ইসলাম মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ঢাকার বনানিস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ডেল্টা কর্তৃপক্ষ। মরহুমা রাশেদা ইসলাম ডেল্টা হাসপাতালের বর্তমান পরিচালক আরিফ উল ইসলামের মা। বিকেলে বনানী চেয়ারম্যান বাড়ি মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

/এসআইএন

Exit mobile version