‘মুল্ডারের ম্যাচ’ ইনিংস ব্যবধানে জিতলো দক্ষিণ আফ্রিকা

|

এই ম্যাচকে ‘মুল্ডারের ম্যাচ’ হিসেবেই মনে রাখবেন ক্রিকেটপ্রেমিরা। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্বের আর্মব্যান্ড পরে খেলতে নেমে উইয়ান মুল্ডার খেলেন অপরাজিত ৩৬৭ রানের মহাকাব্যিক ইনিংস, যা টেস্টে অধিনায়কত্বের অভিষেকে ব্যক্তিগত সর্বোচ্চ।

ক্রিকেটামোদীরা ভেবেছিলেন, ব্রায়ান লারার অপরাজিত ৪০০ রানের রেকর্ড ভাঙ্গতে চলেছেন মুল্ডার। কিন্তু তিনি ক্রিকেটের বরপুত্রের প্রতি সম্মান দেখিয়ে থেমে যান ৩৩ রান দূরে থাকতেই। দক্ষিণ আফ্রিকার রান তখন ৫ উইকেটে ৬২৬।

এরপর ব্যাটিংয়ে নেমে ডেব্যুট্যান্ট প্রেনেলান সুব্রায়েনের দারুণ ঘূর্ণিতে মাত্র ১৭০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ৪২ রান ৪ উইকেট নেন এই অফস্পিনার। শন উইলিয়ামস অপরাজিত থাকেন ৮৩ রানে। ফলোঅনে পড়ে আবার ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৫১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে রোডেশিয়ানরা।

আজ মঙ্গলবার (৮ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে তৃতীয় দিনের প্রথম সেশনে ২ উইকেট হারায় স্বাগতিকরা। তাতেও রক্ষা হয়নি ইনিংস হার থেকে। মধ্যাহ্ন বিরতির পর করবিন বশের দুরন্ত বোলিংয়ে ৬৭ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারায় ক্রেইগ আরভিনের দল। প্রোটিয়াদের এক ইনিংসের রানের ধারেকাছেও যেতে পারেনি জিম্বাবুয়ে, অলআউট হয় ২২০ রানে।

এতে ইনিংস ও ২৩৬ রানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলাই (২-০) হলো জিম্বাবুয়ে। এর আগে, সিরিজের প্রথম টেস্ট ৩২৮ রানের জয় পায় সফরকারীরা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply