চট্টগ্রামে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩

|

চট্টগ্রামে এক নারীর গলায় ছুরি ধরে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে নগরীর বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরি ও অটোরিকশা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। গ্রেফতার হওয়া সজিবের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এর আগে, মঙ্গলবার সকালে নগরীর টেরিবাজার এলাকা থেকে ওই নারীর গলায় ছুরি ধরে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে ঘটনার সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযানে নামে পুলিশ।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply