Site icon Jamuna Television

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

নোয়াখালী করেসপনডেন্ট:

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, অতিরিক্ত বৃষ্টির কারণে জেলায় এক দিনে পানি বেড়েছে ১৭ সেন্টিমিটার। তবে পানি এখনও বিপদসীমার ১ সেন্টিমিটার নিচে রয়েছে।

টানা বৃষ্টিতে নোয়াখালীর সদর, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচরে বেশি জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেকটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেকের বসতঘরে পানি ঢুকেছে। এ চার উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বেশি জলাবদ্ধতা দেখা দিয়েছে জেলা শহর মাইজদিতে। এখানে বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লা পানিবন্দি হয়ে পড়েছে। নোয়াখালী পৌর শহরের স্টেডিয়াম পাড়া, জেলখানা সড়ক এলাকা, ফকিরপুর, হরিনারায়ণপুর, লক্ষ্মীনারায়ণপুর, হাউজিংসহ বেশির ভাগ এলাকার সড়কগুলোতে হাঁটুর কাছাকাছি পানি উঠেছে। এছাড়া এসব এলাকার নিচতলা ও কাঁচা ঘরগুলোতে পানি ঢুকে গেছে। ফলে পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। চলতি বর্ষায় শহরের বেশির ভাগ সড়কে খানাখন্দ তৈরি হওয়ায় সড়কগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে।

এ বছর আগেই বৃষ্টি শুরু হওয়ায় জুন মাসের মাঝামাঝি থেকে এ পর্যন্ত ৪ থেকে ৫ দফায় শহরে জলাবদ্ধতা দেখা দেয়। যদিও ২ থেকে ৩ দিনের বেশি স্থায়ী হয়নি। তবে এভাবে টানা বৃষ্টি হলে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

এদিকে, জেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রফিকুল ইসলাম জানান, আগামী ৪ থেকে ৫ দিন এভাবে বৃষ্টিপাত হতে পারে।

/এসআইএন

Exit mobile version