Site icon Jamuna Television

চীনে বিডার অফিস খোলার চিন্তা করছে সরকার

চীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অফিস খোলার চিন্তা করছে সরকার। যা হবে বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয়।

বুধবার (৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এ কথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, গত আগস্টে ২০টি চীনা কোম্পানির সঙ্গে বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যাদের মোট প্রত্যাশিত বিনিয়োগ অঙ্গীকার কয়েক বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

তিনি আরও বলেছেন, সুরক্ষার অংশ হিসেবে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় ফোরামের আলোচনা হচ্ছে। এতে অন্য কোনও দেশের উদ্বেগের কিছু নেই।

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে সবচেয়ে বেশি ভুক্তভোগী চীন উল্লেখ করে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের এ সমস্যা মোকেবেলায় নিজস্ব সামর্থ্য রয়েছে।

এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বাংলাদেশের শক্তিশালী ও দক্ষ শ্রমশক্তিকে, বৈশ্বিকভাবে কাজ করা চীনা কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত করতে হবে।

/এমএন

Exit mobile version