Site icon Jamuna Television

খাগড়াছড়ির চেঙ্গী ও মাইনী নদীর পানি বাড়ছে, ডুবে গেছে বেশ কিছু সড়ক

স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:

সারাদেশের মতো খাগড়াছড়িতেও টানা বৃষ্টিপাত হচ্ছে। দুদিন ধরে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এ জেলায়। গুমোট হয়ে আছে আকাশ। বুধবার (৯ জুলাই) টানা বৃষ্টির কারণে চেঙ্গী ও মাইনী নদীসহ আশপাশের ছড়া খালের পানি বাড়ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হবার শঙ্কা দেখা দিয়েছে। 

নদীর পানি বেড়ে জেলা শহরের চেঙ্গী নদী তীরবর্তী মুসলিম পাড়ার একাংশ, গঞ্জপাড়া ব্রীজ সংলগ্ন নিচের বাজারসহ পাশের কয়েকটি স্থানের সড়ক পানিতে তলিয়েছে। এছাড়া দীঘিনালা উপজেলার মেরুংয়ের নিচু এলাকায় জলাবদ্ধতা হওয়ার আশঙ্কা বাড়ছে। এদিন সকালে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও সড়কের ওপর গাছ উপরে পড়ে। 

এদিকে, টানা বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সচেতনতামূলক কার্যক্রম করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানিয়েছেন, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বৃষ্টির কারণে জলাবদ্ধতা ও প্রতিবন্ধকতা হচ্ছে এমন খবর পাননি তিনি।

সবধরনের প্রস্তুতির কথা জানিয়ে স্টেশন অফিসার জানান, একটি মোবাইল টিম বাইরে রয়েছে এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় জানান, সদরে ৪ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত ও খোলা রাখা হয়েছে। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা স্থানগুলোর মানুষদের সচেতনতা তৈরির পাশাপাশি আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য তাগাদা দেয়া হচ্ছে।

/এমএইচ

Exit mobile version