Site icon Jamuna Television

এবার মেসির ‘বডিগার্ড’কে চায় মায়ামি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগদানের পর মার্কিন মেজর লিগ সকারের (এমএলএস) চেহারাই বদলে গেছে। বেড়েছে টিকিট-জার্সি বিক্রি, বেড়েছে সামাজিকমাধ্যমের অনুসারীও। মাঠেও এসেছে সাফল্য। কিন্তু এখানেই থেমে থাকতে চায় না তারকা ডেভিড বেকহ্যামের ক্লাব। এবার তারা দৃষ্টি দিয়েছে আরও এক আর্জেন্টাইন তারকার দিকে।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রদ্রিগো ডি পল অ্যাতলেটিকো মাদ্রিদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মাঠ ও মাঠের বাইরে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য তার নামের পাশে বিশেষণ যুক্ত হয়েছে মেসির ‘বডিগার্ড’ হিসেবে। এবার দলবদলের বাজারে আলোচনায় এসেছে তার নাম।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি’র খবর, ইন্টার মায়ামি থেকে প্রস্তাব পেয়েছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। বিশ্বকাপজয়ী তারকাকে এই প্রস্তাব দেয়ার ক্ষেত্রে লিওনেল মেসির যোগসাজশ আছে বলেও ধারণা করা হচ্ছে।

গণমাধ্যমটির তথ্যমতে, ৩১ বছর বয়সী এই আর্জেন্টাইন মিডফিল্ডার যদি মায়ামির এই প্রস্তাবে সম্মতি দেন, তবেই দর কষাকষিতে যাবে ইন্টার মায়ামি ও অ্যাতলেটিকো। সেই অপেক্ষায় আছে এমএলএসের ক্লাবটি, তারা এখনই স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে কথাবার্তা শুরু করেনি।

এর আগে ২০২১ সালের জুলাইতে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দেন ডি পল। এখন পর্যন্ত তিনি ক্লাবটির জার্সিতে ১৮৭ ম্যাচ খেলেছেন, ১৪ গোল করেছেন। ডি পলের সঙ্গে অ্যাতলেটিকোর চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত।

প্রসঙ্গত, চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথমবার খেলার সুযোগ পেয়েছিল মেসি-সুয়ারেজদের দল ইন্টার মায়ামি। তবে শেষ ষোলোয় ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজির কাছে ০-৪ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা।

/এএম

Exit mobile version