লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৬২ বাংলাদেশি

|

লিবিয়ায় মাফিয়া চক্রের ফাঁদে পড়া ১৬২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে তাদের বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ঢাকায় অবতরণের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন।

ভুক্তভোগীরা জানান, তারা কর্মসংস্থানের জন্য লিবিয়া গিয়েছিলেন। কিন্তু সেখানে কাজ না মেলায় দালালরা ইউরোপে পাঠানোর প্রলোভন দেখায়। পরে তাদের দেশটির বিভিন্ন জায়গায় আটকে রেখে নির্যাতন করা হয়।

তারা আরও অভিযোগ করেন, আটকে রেখে তাদের স্বজনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় দালালরা। বাংলাদেশি দালালরা স্থানীয়দের সঙ্গে যোগসাজস করে নির্যাতন চালাতো বলেও অভিযোগ করেন তারা।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply