Site icon Jamuna Television

কোচিং কোর্স করতে ভুটান থেকে ঢাকায় সানজিদা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে শুরু হওয়া এএফসি ‘বি’ লাইসেন্স কোচিং কোর্সে অংশ নিতে ভুটান থেকে ঢাকায় এসেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সিনিয়র ফুটবলার সানজিদা আক্তার।

মঙ্গলবার (৮ জুলাই) বাফুফে ভবনে শুরু হয়েছে এই কোচিং কোর্স। এতে অংশ নিচ্ছেন সানজিদা, শিউলি আজিমসহ পাঁচ নারী ফুটবলার। সব মিলিয়ে ২৪ জন কোচ কোর্সে অংশ নিচ্ছেন।

সানজিদা আক্তার ভুটান নারী লিগে থিম্পু সিটির হয়ে খেলেন। কোচিং কোর্সের জন্য ক্লাব থেকে ছুটি নিয়ে দেশে এসেছেন। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু ইন্সট্রাক্টর হিসেবে কোর্স পরিচালনা করছেন।

বিগত সময়ে ‘বি’ লাইসেন্স সাত দিনে সমাপ্ত হতো। সাম্প্রতিক সময়ে দুই অংশে সাত দিন করে কোর্স আয়োজন হচ্ছে। এবারের ‘বি’ লাইসেন্সের প্রথম অংশ ৭-১৭ জুলাই ও দ্বিতীয় অংশ ১৯-২৭ আগস্টে অনুষ্ঠিত হবে।

‘বি’ লাইসেন্স কোচিং কোর্সের ফি ৫০ হাজার টাকা। নারী ফুটবলারদের কোচিংয়ে উৎসাহিত করতে তাদের কাছ থেকে ২৫ হাজার টাকা রাখা হয়। বাংলাদেশে এখনও ‘এ’ লাইসেন্সধারী কোনো নারী কোচ নেই। ‘বি’ ডিগ্রি রয়েছে অবশ্য কয়েক জনের।

/এএম

Exit mobile version