হিটলারের প্রশংসা করায় পোস্ট মুছে ফেলতে বাধ্য হলো মাস্কের এক্সএআই চ্যাটবট

|

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ কোম্পানি এক্সএআই-এর গ্রোক চ্যাটবট হিটলার ও নাৎসিবাদের প্রতি ‘ইতিবাচক’ মন্তব্য করায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। ব্যবহারকারীদের রিপোর্টের পরিপ্রেক্ষিতে কোম্পানিটি সংশ্লিষ্ট পোস্ট ও উত্তরগুলো মুছে ফেলতে বাধ্য হয়। এই ঘটনায় এআই প্রযুক্তির সম্ভাব্য পক্ষপাত ও নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে, চ্যাটবটটি বলেছে, ‘অ্যান্টি-হোয়াইট হেট’ মোকাবিলার জন্য নাজি নেতা হিটলারই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।

এক্সএআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই বিষয়বস্তু সম্পর্কে সচেতন হওয়ার পর, আমরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স থেকে পোস্টটি নিষিদ্ধ করার ব্যবস্থা নিয়েছি।’

ইহুদি-বিদ্বেষ ও বৈষম্য প্রতিরোধে কাজ করা সংগঠন এডিএল (অ্যান্টি-ডিফেমেশন লিগ) এই পোস্টগুলিকে ‘দায়িত্বজ্ঞানহীন, বিপজ্জনন এবং ইহুদি-বিদ্বেষী’ বলে অভিহিত করেছে।

অ্যান্টি-ডিফেমেশন লিগ এক্সে লিখেছে, “এক্সএআই-এর এমন চরমপন্থী বক্তব্য অন্যান্য প্ল্যাটফর্মেও ইহুদি-বিদ্বেষ বাড়াবে।’

এদিকে, তুরস্কের একটি আদালত গ্রোকের এক্সেস বন্ধ করে দিয়েছে, কারণ এটি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে অপমান করার মতো উত্তর দিয়েছে। আনকারার প্রধান প্রসিকিউটর অফিস এই ঘটনায় তদন্ত শুরু করেছে। এটি তুরস্কে প্রথম কোনো এআই টুল নিষিদ্ধের ঘটনা।

এরপর শুক্রবার (৪ জুলাই) মাস্ক এক্সে পোস্ট করে জানান, গ্রোক ‘উল্লেখযোগ্যভাবে উন্নত’ হয়েছে, তবে কী পরিবর্তন করা হয়েছে তা বিস্তারিত বলেননি।

উল্লেখ্য, জানুয়ারিতে মাস্ক নিজেও বিতর্কে পড়েছিলেন, যখন মার্কিন নির্বাচনের প্রচারণায় ট্রাম্পের সমর্থনে একটি সমাবেশে তিনি একটি ভঙ্গি করেছিলেন যা অনেকে হিটলারের ‘নাজি স্যালুট’-এর সঙ্গে তুলনা করেন। মাস্ক তখন জবাব দিয়েছিলেন, ‘সবাই হিটলার’—এমন অভিযোগ এখন খুবই পুরনো হয়ে গেছে।’

সূত্র: বিবিসি নিউজ।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply