শ্রমিক সজল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

|

ফাইল ছবি।

নারায়ণগঞ্জে গণঅভ্যুত্থানে নিহত জুতা কারখানার শ্রমিক সজল হত্যা মামলায় সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৯ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ আদেশ দেন। এর আগে, আইভী পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন।

মামলায় বলা হয়, ২০২৪ সালের ২০ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকার ডাচ বাংলা ব্যাংকের সামনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান সজল। এঘটনায় নিহত সজলের পরিবার এ বছর ১৬ মে সিদ্ধিরগঞ্জ থানায় আইভীসহ ৬২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply