Site icon Jamuna Television

শ্রমিক সজল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

ফাইল ছবি।

নারায়ণগঞ্জে গণঅভ্যুত্থানে নিহত জুতা কারখানার শ্রমিক সজল হত্যা মামলায় সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৯ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ আদেশ দেন। এর আগে, আইভী পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন।

মামলায় বলা হয়, ২০২৪ সালের ২০ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকার ডাচ বাংলা ব্যাংকের সামনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান সজল। এঘটনায় নিহত সজলের পরিবার এ বছর ১৬ মে সিদ্ধিরগঞ্জ থানায় আইভীসহ ৬২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

/এমএইচ

Exit mobile version