Site icon Jamuna Television

আলিয়ার অ্যাকাউন্ট থেকে অর্থ লোপাট, গ্রেফতার সাবেক সহকারী

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং তার প্রযোজনা সংস্থা থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে তার প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেঠিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ৭৬.৯ লাখ রুপি প্রতারণার অভিযোগ উঠেছে বেদিকার বিরুদ্ধে। আলিয়ার মা সোনি রাজদানের অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের আগস্ট মাসের মধ্যে এই আর্থিক প্রতারণা সংঘটিত হয়। চলতি বছরের ২৩ জানুয়ারি আলিয়ার মা সোনি রাজদান মুম্বাইয়ের জুহু থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই বেদিকা শেঠির বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করে।

২০২১ সালে আলিয়া ভাট তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘ইটারনাল সানশাইন প্রোডাকশনস’ চালু করেন। এই সংস্থার শুরু থেকেই ২০২৪ সাল পর্যন্ত বেদিকা আলিয়ার সঙ্গে কাজ করেছেন। এই সময়ে আলিয়ার আর্থিক নথিপত্র এবং টাকা বেদিকার তত্ত্বাবধানেই ছিল। /এটিএম

Exit mobile version