ঢামেকের একাডেমিক কার্যক্রম শুরু ১২ জুলাই, একদিন আগে খুলবে হল

|

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) একাডেমিক কার্যক্রম চলতি মাসের ১২ তারিখ থেকে শুরু হবে। এর একদিন আগে অর্থাৎ ১১ জুলাই আবাসিক হলগুলো খুলে দেয়া হবে।

মঙ্গলবার (৮ জুলাই) ঢামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল হাসান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৮ জুলাই ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম আগামী শনিবার (১৩ জুলাই) হতে শুরু হবে এবং হোস্টেলসমূহ আগামী শুক্রবার (১১ জুলাই) সকাল ৮টা হতে খোলা থাকবে।

উল্লেখ্য, এর আগে গত ২৮ মে ঢাকা মেডিকেল কলেজের নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের ৫ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করেন ঢামেকের শিক্ষার্থীরা। পরবর্তীতে দাবি আদায়ে ৬ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেন তারা। এরপর ২১ জুন একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।  

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply