Site icon Jamuna Television

অরিয়েন্টেশন বয়কট: ঢামেকের ৮২ ব্যাচের শিক্ষার্থীদের অভিভাবকসহ তলব

ফাইল ছবি।

নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের দাবিতে অরিয়েন্টেশন বয়কট করেছিল ঢাকা মেডিকেল কলেজের ৮২ ব্যাচের শিক্ষার্থীরা। ওই ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবকসহ তলব করেছে কলেজ কর্তৃপক্ষ।

বুধবার (৯ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) অধ্যক্ষের দফতর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয়া হয়।

এতে বলা হয়, গত ১৭ জুন এমবিবিএস কে-৮২তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত অরিয়েন্টেশন প্রোগ্রাম বর্জন করে। যা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। গতকাল ৮ জুলাই কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় কে-৮২ ব্যাচের শিক্ষার্থীদের বর্তমান নীতিগত অবস্থান ও একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের ইচ্ছা ব্যক্ত পূর্বক (যদি থাকে) লিখিতভাবে জানানোর জন্য প্রকৃত অভিভাবকসহ অধ্যক্ষের দফতরে নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হলো।

শিক্ষার্থীরা বলেন, আমরা এই নোটিস প্রত্যাহারের আবেদন জানিয়েছি। প্রত্যাহার না করা হলে দ্রুততম সময়ের মধ্যে নোটিসের ব্যাখ্যা চেয়ে প্রশাসনের সাথে সাক্ষাত করব।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) একাডেমিক কার্যক্রম চলতি মাসের ১২ তারিখ থেকে শুরু হবে। এর একদিন আগে অর্থাৎ ১১ জুলাই আবাসিক হলগুলো খুলে দেয়া হবে।

আরও পড়ুন:- ঢামেকের একাডেমিক কার্যক্রম শুরু ১২ জুলাই, একদিন আগে খুলবে হল

উল্লেখ্য, গত ২৮ মে নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের ৫ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। পরবর্তীতে দাবি আদায়ে ৬ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করেন তারা। এরপর ২১ জুন একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ।

/আরএইচ  


Exit mobile version