Site icon Jamuna Television

গণিত অলিম্পিয়াডে অংশ নিতে অষ্ট্রেলিয়া যাচ্ছে ৬ খুদে গণিতবিদ

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড— আইএমও’র ৬৬তম আসরে অংশ নিতে অস্ট্রেলিয়ায় যাচ্ছে দেশসেরা ৬ খুদে গণিতবিদ। বাংলাদেশ থেকে ২১তম বারের মতো অংশ নিচ্ছে প্রতিযোগিরা।

বুধবার (৯ জুলাই) গণিত অলিম্পিয়াড কমিটির সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ।

ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১২ জুলাই মধ্যরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে গণিত দলটি। এবারের আসরে বাংলাদেশসহ শতাধিক দেশের প্রায় ৬০০ প্রতিযোগী অংশ নেবেন।

আগামী ১৪ জুলাই অস্ট্রেলিয়ার সানশাইন কোস্ট শহরে শুরু হবে প্রতিযোগিতাটি। এটি চলবে ১৯ জুলাই পর্যন্ত।

এ বছর প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ভিকারুননিসার মনামী জামান, আইডিয়ালের জাওয়াদ হামীম চৌধুরী, রাজউক উত্তরা’র এম জামিউল হোসেন, চট্রগ্রাম বাকলিয়া সরকারি কলেজের জিতেন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম কলেজের মো. রায়হান সিদ্দিকী এবং ময়মনসিংহ জিলা স্কুলের তাহসিন খান।

উল্লেখ্য, ৭৫ হাজার ৫৯৬ জন শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাই করা হয় এই ৬ খুদে গণিতবিদকে।

/এমএইচআর

Exit mobile version