Site icon Jamuna Television

প্রবাসীদের ভোটাধিকার কার্যক্রমে সন্তোষ প্রকাশ, সহায়তার করতে চায় অপোজিশন ইন্টারন্যাশনাল

প্রবাসী বাংলাদেশিদের ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রম এবং সংসদ নির্বাচনে তাদের ভোটের আওতায় আনতে কমিশন যে কাজ করছে তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে কানাডা ভিত্তিক সংস্থা দ্যা অপোজিশন ইন্ট্যারন্যাশনালের প্রতিনিধি ড. ওয়েন লাইপার্ট। এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনকে (ইসি) সহযোগিতা করতেও আগ্রহ প্রকাশ করেছে কানাডা ভিত্তিক এ পর্যবেক্ষক সংস্থা।

বুধবার (৯ জুলাই) বিকেলে নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি।

গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের ত্যাগের কথা স্বরণ করে সংগঠনটি জানায়, পরবর্তী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে প্রধান উপদেষ্টার আকাঙ্ক্ষা রয়েছে। নতুন বাংলাদেশের যে সম্ভাবনা তৈরি হয়েছে তাতে এবার প্রবাসীদের ভোটের আওতায় আনা জরুরি।

বৈঠকে কমিশনের পক্ষ থেকে অন্তত ৪০টি দেশ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের ভোট প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়। সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের ধারাবাহিক কাজের অংশ হিসেবে প্রবাসীদের ভোট প্রক্রিয়া নিয়ে ইতোমধ্যে ইসি বেশকিছু পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।

/এমএইচ

Exit mobile version