Site icon Jamuna Television

এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ

জাতীয় নাগরিক পার্টি— এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (৯ জুলাই) রাত ১০টা ৫৫ মিনিটে রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সামনে এ বিস্ফোরণ ঘটে। তবে, এতে কেউ হতাহত হয়নি।

ঘটনার পর সেখানে এসে উপস্থিত হয় পুলিশ। এভাবে হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে রাজনৈতিক দলটির নেতা-কর্মীরা বলেন, পুলিশি গাফিলতিতে বার বার ককটেল বিস্ফোরণ হচ্ছে। কারা করছে তা বের করতে পারছে না। তবে এভাবে হামলা করে তরুণদের অগ্রযাত্রা থামানো যাবে না বলেও জানান তারা।

উল্লেখ্য, গত ২৩ জুন ও ৩ জুলাই এনসিপি কার্যালয়ের সামনে দু’দফায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল।

/এমএইচআর

Exit mobile version