Site icon Jamuna Television

১০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন

গাজা উপত্যকায় ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) বোমাবর্ষণের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টা অব্যাহত রাখতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ১০ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয়ার প্রস্তাবে সম্মতি জানিয়েছে। তবে সংগঠনটি সতর্ক করে দিয়ে বলেছে, ইসরায়েলের অনমনীয়তার কারণে চলমান আলোচনা ‘অত্যন্ত কঠিন’ হয়ে উঠেছে।

স্থানীয় সময় বুধবার (৯ জুলাই) হামাসের এই বক্তব্য আসে এমন সময়ে যখন ইসরায়েলি বাহিনী গাজায় অন্তত ৭৪ জনকে হত্যা করেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আশা প্রকাশ করেছেন যে শীঘ্রই যুদ্ধবিরতি হতে পারে।

হামাস জানিয়েছে, কাতার ও যুক্তরাষ্ট্রের মতো মূল মধ্যস্থতাকারীদের নেতৃত্বে চলা আলোচনায় বেশ কিছু জটিল বিষয় রয়ে গেছে, যার মধ্যে রয়েছে—জরুরি সহায়তা বিনা বাধায় প্রবেশ করতে দেয়া, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ‘স্থায়ী যুদ্ধবিরতির বাস্তব নিশ্চয়তা’।

হামাসের কর্মকর্তা তাহের আল-নুনু বলেন, ‘আমাদের জনগণকে রক্ষা করতে, গণহত্যার অপরাধ বন্ধ করতে এবং যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তি না হওয়া পর্যন্ত আমাদের মানুষের জন্য মর্যাদার সঙ্গে সহায়তা প্রবেশ ও বিতরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নমনীয়তা দেখানো হয়েছে’।

তিনি যোগ করেন, যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েলি সেনা যে এলাকা থেকে সরে যাবে, তা ফিলিস্তিনিদের জীবনে যেন নেতিবাচক প্রভাব না ফেলে এবং ‘দ্বিতীয় দফার আলোচনার পথ সুগম করে’ তা নিশ্চিত করতে হবে।

ওয়াশিংটন ডিসিতে, চলতি সপ্তাহে দুইবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইউএস প্রেসিডেন্ট বলেছেন, গাজায় যুদ্ধবিরতি হওয়ার ‘খুব ভালো সম্ভাবনা’ রয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় এই সপ্তাহ বা পরের সপ্তাহে আমাদের একটা সুযোগ আছে। নিশ্চিতভাবে নয়। যুদ্ধ, গাজা এবং আমরা যে সব জায়গায় এত বেশি জড়িত—সেখানে কিছুই নিশ্চিত নয়। কিন্তু খুব ভালো সম্ভাবনা রয়েছে যে আমরা এই সপ্তাহে বা পরের সপ্তাহে কোনো না কোনো সমঝোতায় পৌঁছাবো।’

সূত্র: আল জাজিরা।

/এআই

Exit mobile version