Site icon Jamuna Television

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ৪ তরুণের মৃত্যু

প্রতীকী ছবি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে নেমে চার তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) দিবাগত গভীর রাতে সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের দুর্গম হরিণছড়া চা বাগানে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন— রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। এরা সবাই শ্রীমঙ্গল হরিণছড়া চা বাগানের চা শ্রমিকের সন্তান।

এ ঘটনায় রবি বুনার্জী (২০) নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় এই মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক।

স্থানীয়রা জানায়, সেপটিক ট্যাংকে একটা মোবাইল ফোন পরে যায়। সেটি তুলতে গিয়ে একে একে নেমে অচেতন হন নিহত ৪ তরুণ। সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

নিহতদের মরদের মৌলভীবাজার সদর হাসপাতালে আনা হয়েছে। নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

/এমএইচ

Exit mobile version