Site icon Jamuna Television

৭ দফা দাবি পূরণ হলে নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াত: সহকারী সেক্রেটারি জেনারেল

পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদসহ ৭ দফা দাবি পূরণ হলে; যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াতে ইসলামী। এ কথা বলেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি কমিশনারের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। ১৯ জুলাই, সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের বিষয়ে ডিএমপি কমিশনারের সাথে বৈঠক করে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

বৈঠক শেষে তিনি বলেন, রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। অংশ নেবেন ঢাকা বিভাগসহ দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ নেতাকর্মী। বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দল ও সংগঠনকে সমাবেশে দাওয়াত দেয়া হবে। ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস পেয়েছেন তারা।

/এটিএম

Exit mobile version